বিকেলের নাস্তায় পেঁয়াজের পাকোড়া
শীতে বিকেলে নাস্তাই যদি গরম গরম পাকোড়া থাকে তাহলে কেমন হয়, যা আছকিন্তু পাকোড়া বানানোর তো অনেক ঝক্কি অনেক ঝামেলা। বাচ্চাদের ছোট খোদাকে বা বড়দের সাদকে বাড়িয়ে দিতে মাত্র দুই মিনিটেই বানিয়ে ফেলতে পারেন নতুন পেঁয়াজের পাকোড়া। খুব সাধারণ উপকরণ ব্যবহার করি তৈরি করুন মুচমুচে পেঁয়াজ পাক করা। বিস্তারিত দেখুন ভিডিওতে।
কোন মন্তব্য নেই